Results Of National University : জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রেজাল্ট

  • Home
  • United States
  • Washington D.C., DC
  • Results Of National University : জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রেজাল্ট

Results Of National University : জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রেজাল্ট HSC, SSC. JSC. PSC. NU. Result available.. insa Allah

যে কোন সময় রেজাল্ট জানতে,
Honours/degree,,? 1st/2nd/4rd/final yr ,,? reg no..? NRTC. HSC. SSC.

passing yr,,? দিয়ে মেসেজ করুন PSC & others result are found here insa Allah

06/12/2025

06/07/2025

Special এর চক্করে PSC

06/07/2025

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

06/07/2025
এগুলো কতটুকু কি হলো
05/03/2025

এগুলো কতটুকু কি হলো

Notice to everyone
04/25/2025

Notice to everyone

04/24/2025

শিশু খাদ্য প্রদর্শন করা থেকে বিরত থাকুন।
অনেকেই শিশুখাদ্য দিয়ে পুরুষকে আকর্ষণ করতে চায় এবং তাতে কিছু পুরুষও ধরা খায়! এইটা বাস্তব!
Ashik Khan

04/13/2025

BCS written
Copy past
*কোন প্রশ্নের উত্তর ছেড়ে আসা যাবে না, না, না।
* বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি তে মানচিত্র আকাঁর চেষ্টা করবেন।
* বাংলা সারাংশ/সারমর্ম হুট করে লেখা শুরু করবেন না। মাত্র চার পাঁচ লাইনে উত্তর, কিন্ত এখানে ২০ নাম্বার। তাই প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ। আগে মাথায় সাজাবেন কি লিখবেন, তারপর আন্সার করবেন এটা।
* বাংলা সাহিত্যের প্রাচীন যুগ আর মধ্য যুগের পড়া কম, কিন্তু প্রশ্ন আসবে বেশি, তাই খুব ভালো করে পড়বেন।
* সিলেবাস দেখে এমন আর কোন কোন টপিক পড়া কম কিন্তু প্রশ্ন আসবেই, খুঁজে বের করে ভাজাভাজা করে ফেলেন।
* সায়েন্স ব্যাকগ্রাউন্ড হিসেবে বিজ্ঞান, কম্পিউটার এগুলা কিছুটা সহজ লাগে, তাই এগুলাতে অনেক নাম্বার আনতে পারবেন একটু চেষ্টা করলেই।

মনে সাহস রাখেন, রিযিকে বিশ্বাস রাখেন। আল্লাহ ভরসা।

04/08/2025

৯ তারিখ সকাল থেকে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট এর মূল প্রোগ্রামটা শুরু হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন প্রায় ৫০ টি দেশের ৬০০ জনের বেশি প্রত্যক্ষ বিনিয়োগকারী। ৯ এবং ১০ তারিখে ইনভেস্টমেন্ট সামিটের মূল প্রোগ্রামের পাশাপাশি ১১ ১২ ১৩ এপ্রিল বিনিয়োগকারীরা বিভিন্ন কোম্পানি, ইপিজেড স্পেশাল ইপিজেড হাইটেক পার্ক এবং বিভিন্ন স্টার্টআপ ভিজিট করবেন।

ইসরাইলি বাহিনীর জাতিগত নিধন এবং গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা আয়োজন করা হয়েছে ১২ই এপ্রিল। যেহেতু ফিলিস্তিন আমাদের অন্তরে অত্যন্ত সংবেদনশীল জায়গা দখল করে আছে, আমার ধারণা এই মার্চে লক্ষ লক্ষ লোক হবে। আমরা এই প্রতিবাদ সমাবেশের মহৎ উদ্দেশ্যকে সম্মান করি।

তথাপি একটা কথা বলতে চাই, আমাদের সম্মিলিত প্রতিবাদের অডিয়েন্স মূলত আন্তর্জাতিক রাজনীতি, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতি নয়।

এমন অবস্থায় বিদেশি বিনিয়োগকারীদের উপস্থিতি, তাদের স্পেশাল ইপিজেড, ইপিজেড, হাইটেক পার্ক এবং স্টার্টআপ ভিজিট এর বিষয়গুলো সার্বিকভাবে বিবেচনা করে, মার্চ প্রোগ্রামটি ১২ তারিখের পরিবর্তে এক সপ্তাহ পিছিয়ে দেওয়া যায় কিনা, এমন বিবেচনার জন্য বিনীতভাবে আয়োজকদের অনুরোধ করি। এক সপ্তাহের মধ্যে ফিলিস্তিন বিষয়টি কোনভাবেই হারিয়ে যাবে না।

ইতিমধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা ইজরায়েলী বর্বরতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অত্যন্ত দরকারি।

পাশাপাশি দেশে স্টার্টআপ ইকোসিস্টেম, ব্যবসা এবং বিনিয়োগ পরিবেশ সৃজন করাও জরুরী।

ফিলিস্তিন মুক্তি পাক।

আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ২০২৫ সফল হোক।

~ ফাইজ় তাইয়েব আহমেদ ( আইসিটি প্রতিমন্ত্রী ) ভাই

THE WORLD STOPS FOR GAZA - এসব ইভেন্টের কোন আউটপুট আছে? আমাদের একজন সিনিয়র সিএমএস মেম্বার Deloar HossAin প্রশ্ন করেছেন, ...
04/06/2025

THE WORLD STOPS FOR GAZA - এসব ইভেন্টের কোন আউটপুট আছে?

আমাদের একজন সিনিয়র সিএমএস মেম্বার Deloar HossAin প্রশ্ন করেছেন, বাংলাদেশে বসে ক্লাস/অফিস বর্জন করে গাজার কি লাভ, আর ইস্রাইলের কি ক্ষতি?

অসাধারণ ও গুরুত্বপূর্ণ প্রশ্ন।

"The World Stops for Gaza" জাতীয় অহিংস প্রতিবাদ কর্মসূচি—যেখানে মানুষ একযোগে কাজকর্ম, ব্যবসা, শিক্ষা, কিংবা অন্যান্য দৈনন্দিন কার্যক্রম বন্ধ রেখে গাজায় চলমান নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেয়—তা নিঃসন্দেহে একটি কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ তৈরির মাধ্যম হতে পারে, যদিও এর সরাসরি প্রভাব হয়তো বোমা থামাতে পারবে না। তবে এর রয়েছে কিছু উল্লেখযোগ্য কৌশলগত প্রভাব:

🔹 ১. গ্লোবাল পারসেপশন পাল্টে দিতে পারে
বিশ্বব্যাপী যদি লক্ষ লক্ষ মানুষ একসাথে প্রতিবাদে অংশ নেয়, তাহলে সেটা মিডিয়া কাভারেজ, সামাজিক যোগাযোগমাধ্যম এবং নীতিনির্ধারকদের চোখে এক বিশাল বার্তা পৌঁছে দেয়:

"মানুষ এটা আর মেনে নিচ্ছে না।"
এই মনস্তাত্ত্বিক চাপ রাজনীতিকদের অবস্থান পরিবর্তনে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে গণতান্ত্রিক দেশগুলোতে যেখানকার রাজনীতিকরা ভোটনির্ভর। হাসুদির সীমিত আকারের গণতন্ত্র নয়।

🔹 ২. সামাজিক এবং অর্থনৈতিক সংকেত
যদি বাণিজ্য, শিক্ষা, শিল্পক্ষেত্র কিংবা অন্যান্য ক্ষেত্রের মানুষ এই স্টপেজে অংশগ্রহণ করে, তাহলে এটা বৃহৎ অর্থনীতির জন্য এক ধরণের 'সংকেত পাঠানো' হয়। এটি বড় কর্পোরেশনগুলোর (যারা মার্কিন রাজনীতিতে বড় লবি হিসেবে কাজ করে) দৃষ্টি আকর্ষণ করতে পারে।
যেমন:

"যদি জনমত ইসরাইলের বিরুদ্ধে এমন অবস্থানে যায় যে ব্যবসা ব্যাহত হয়, তাহলে কর্পোরেট লবিগুলোও আমেরিকান নীতিতে পরিবর্তন চায়বে।"

🔹 ৩. নৈতিক চাপ ও ইতিহাসে দাগ রেখে যাওয়া
ম্যান্ডেলা, গান্ধী কিংবা মার্টিন লুথার কিং-এর আন্দোলনগুলোও সরাসরি প্রথমে পরিবর্তন আনেনি, কিন্তু তারা নৈতিক ভিত্তি ও আন্তর্জাতিক সহানুভূতির জায়গা তৈরি করেছিল।

এধরনের প্রতিবাদ ইসরাইল-মার্কিন সামরিক অংশীদারিত্বকে আন্তর্জাতিকভাবে বিব্রতকর করে তুলতে পারে।

🔹 ৪. চলমান সংহতির বার্তা পাঠানো
গাজার মানুষের জন্য এটি হবে এক বড় বার্তা:

"তোমরা একা নও।" বিচিহীন শাসকরা বিচি বর্গা দিয়ে রাখলেও, বিশ্ববাসী তোমাদের সাথেই আছে।
এই বার্তা দখলদার শক্তির মনস্তাত্ত্বিক যুদ্ধকেও দুর্বল করে।

তাহলে চাপ কি আদৌ তৈরি হয়?
হ্যাঁ, হয়। কিন্তু সেটা ধাপে ধাপে—
জনমত → মিডিয়া কাভারেজ → রাজনৈতিক বিতর্ক → কংগ্রেশনাল চাপ → কূটনৈতিক অবস্থান পরিবর্তন।
এই চেইনে অহিংস কর্মসূচিগুলো প্রথম ধাপ।
Dr. Ilias vai

Address

Washington D.C., DC

Website

Alerts

Be the first to know and let us send you an email when Results Of National University : জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রেজাল্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share